পুঁজিবাজারের অপ্রতিরোধ্য পতন সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে

বাংলাদেশের পুঁজিবাজার কতৃপক্ষের আইনসম্মত ও বেআইনী হস্তক্ষেপ, সিন্ডিকেটদের বাজার নিয়ন্ত্রণ, এমনকি অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর হুঁসিয়ারী উপেক্ষা করে যখন অপ্রতিরোধ্য গতিতে নিন্মদিকে ধাবিত হচ্ছে তখন শিক্ষা গ্রহণ করতে হবে যে,  শেয়ার বাজারকে জোড় করে নিয়ন্ত্রণ করা যায় না। তাই এখন এ ধ্বসের সুদূর প্রসারী প্রভাব ও সম্ভাব্য প্রতিকার কৌশল নিয়ে ভাবতে হবে।

বাংলাদেশের পুঁজিবাজার ধ্বংস হয়ে যাওয়াতে বিনিয়োগকারীগণ সঙ্গতঃ কারণেই বাজারের উপড় আস্থা হারিয়েছেন। ফলে বিনিয়ো ও শিল্পায়নে অর্থযোগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে। জাতীয় অর্থনীতি ও প্রবৃদ্ধির উপড় পড়বে বিরূপ প্রভাব। কারণ, শিল্পোদ্যোগতারা বিনিয়োগের জন্য পুঁজিবাজারে শেয়ার ছেড়ে বিনিয়োগের অর্থ সংগ্রহ করে।

একজন বিনিয়োগকারীর মতে গত ২০শে জানুয়ারী ২০১১ মাত্র পাচ মিনিটে বাংলাদেশের পুঁজিবাজারে যে পরিমাণ টাকা ধ্বংস হয়েছে তা আগুন দিয়ে পুড়ালেও এর চেয়ে বেশী সময় লাগত!

চলবে…